News Details

সপ্তমী রাতে বারুইপুর পুলিশ জেলার রাতভর নাকা ও তল্লাশিতে সাউদার্ন বাইপাস এলাকায় গ্রেফতার একুশজন "ঘোষ্ট রাইডার"। রাতের আঁধারে বিদ্যুতগতিতে মসৃণ পিচঢালা বাইপাস রাস্তায় সাইলেন্সর পাইপে গগনবিদারী আওয়াজ তুলে মোটরবাইক চেপে দাপিয়ে বেড়ায় "ঘোষ্ট রাইডার"। জীবন বাজি রেখে মরণ খেলায় মেতে ওঠে এই কমবয়সী ছেলেগুলি গভীর রাতের যবনিকার আড়ালে। নিজের প্রাণ তো বটেই, সেসময় পথ চলতি যেকোন মানুষ বা গাড়ীই মুহূর্তে শিকার হতে পারে এদের মারণখেলার। সপ্তমীর রাতে বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক উইং এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দশটা হাই স্পীড বাইক এবং মোট একুশজন ছেলেকে গ্রেফতার করেছে। উৎসবের রাতগুলিতে এবং তারপরেও এই অভিযান চলবে বারুইপুর পুলিশ জেলার।

  • Thumb-1
  • Baruipur District Police