News Details

গতকাল ১লা অক্টোবর, ২০২১ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিস কনফারেন্স হলে আয়োজিত হয়েছিল "ফরেনসিক সায়েন্স এবং ক্রিমিনাল ইনভেসটিগেশান"- এর বিষয়ে একটি অভিনব সেমিনার। জেলা পুলিশের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টর ডাক্তার ডি পি সেনগুপ্ত এবং State Advocate শ্রী অনিরুদ্ধ ঘোষ। এই সেমিনার- কাম- ওয়ার্কশপে জেলার সর্বমোট ষাটজন পুলিশ অফিসার ছিলেন যার মধ্যে তিরিশ জন পিএসআই। এছাড়াও বিভিন্ন সার্কেল ইন্সপেক্টর ও জোনাল ডিএসপি এবং এসডিপিও সাহেবরাও ছিলেন শ্রোতা হিসেবে। সেমিনারটির প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে সায়েন্টিফিক এভিডেনস কালেকশন করা উচিত এবং তদন্তের প্রামাণ্য বিষয় যথাযথ কেশ ডায়েরিতে তুলে ধরা উচিত সেসমস্ত বিষয়ে তদন্তকারী অফিসারদের অবহিত করানো, যার ফলে দোষীদের যথার্থ শাস্তি হয়।

  • Thumb-1
  • Baruipur District Police