27-11-2020
নরেন্দ্রপুর থানার খেয়াদহ একনম্বর পঞ্চায়েতের পাইলেন, বাইনালা, উপর পাইলেন, পাঁচশত পাড়া গ্রামগুলি আদিবাসী অধ্যুষিত। নলবনের মেইন রাস্তা থেকে একটা দিক চলে গিয়েছে এই পাইলেন গ্রামে। এবড়ো খেবড়ো রাস্তার দু'ধারে ধানক্ষেত। তার কিছুটা এগিয়ে খুদে আদিবাসীদের জন্য একটি ফুটবল ক্যাম্প তৈরি করা হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই একাডেমির জন্য 300 জন নাম দিয়েছিল। তার মধ্যে 60 জনকে বাছাই করা হয়। তাদের জার্সি, জুতো ইত্যাদি সরঞ্জাম দেওয়া হয়েছে। এমনকি একাডেমির কোচ কিছু মেয়েকে নিয়ে কলকাতায় অনুশীলনও করেছেন।
© 2017 www.baruipurpolicedistrict.org. All rights reserved | Concept by: Chandan Tiwari | Powered by Incrementer Technology Solutions Pvt. Ltd.