ফিরে পাওয়া। সুতাপ গোস্বামী একজন পেশাদার ফটোগ্রাফার, ওনার ক্যামেরা সহ কিছু সরঞ্জাম গত 07/02/2022 তারিখে সোনারপুরের এক বিয়ে বাড়ি থেকে চুরি হয়ে যায়।।সরঞ্জামগুলির অভাবে তার পেশায় টান পরে ছিল। অবশেষে সোনারপুর থানার নিরলস প্রচেষ্টায়, আজ তিনি তার চুরি হয়ে যাওয়া সমস্ত জিনিস ফিরে পেলেন।। সোনারপুর থানার এই কাজে তিনি অত্যন্ত খুশি, তার আগামী দিনের জন্যে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা রইল।। Click Here for More Details