আজ দুপুরে বকুলতলা থানার জীবনমণ্ডল হাটে পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার ছয়টি নতুন পাইপগান ও দুইটি মোবাইল ফোন। আজ দুপুরে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম বকুলতলা থানার অফিসারদের সাথে নিয়ে বিশেষ খবরের সূত্রে জীবনমণ্ডল হাটে হানা দেয়। হাতেনাতে ধরা পড়ে রাহুল নস্কর নামক এক স্থানীয় ব্যক্তি এবং তারই হাতে থাকা নাইলন-এর ব্যাগ থেকে মেলে ছয়টি বেআইনী আগ্নেয়াস্ত্র। সবকয়টি আগ্নেয়াস্ত্র মিলিয়ে নিষিদ্ধ বাজারে দাম প্রায় সত্তর/ আশি হাজার ভারতীয় টাকা। আপাতত অস্ত্র আইনে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এই কেশে পুলিশ রিমান্ড নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।