News Details

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন উপকূল থানার প্রত্যন্ত এলাকায় হেতালবাড়ি গ্রামে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে আজ স্থানীয় মানুষজনকে উৎসাহিত করলেন এসপি বারুইপুর। গত দুদিন আগেই সর্বত্র পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। তারই রেশ ধরে আজ দুপুরে সুন্দরবন উপকূল থানার প্রত্যন্ত এলাকায় হেতালবাড়ি গ্রামে বাঁধের ধারে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হলো। উদ্যোগ নিয়েছিলেন চেঞ্জ ইনিশিএটিভ নামক সংস্থা। হেতালবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে এলাকার সকল গ্রামবাসীদের নিয়ে বিশেষ করে উৎসাহী মহিলাদের সাথে আজকের অনুষ্ঠানে টাইডাল ফরেস্ট এর উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন এসপি ম্যাডাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন এসটিআর-এর ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোনস। এছাড়াও উপস্থিত ছিলেন এডিশনাল এসপি ইন্দ্রজিৎ বসু, এসডিপিও ক্যানিং দিবাকর দাস, সিআই বিমল মণ্ডল এবং সুন্দরবন কোষ্টাল থানার অফিসার-ইন-চার্জ সুমন দাস। ছিলেন বারুইপুর মহিলা থানার ইন্সপেক্টর শ্রীমতী কাকলি ঘোষ কুণ্ডু। চেঞ্জ ইনিশিএটিভ সংস্থার শ্রীমতী ঝুম্পা ঘোষ বিশেষভাবে ধন্যবাদ জানান এলাকার মহিলাদের, এই বৃক্ষরোপণ করার কাজে উৎসাহ নিয়ে যোগদান করবার জন্য। স্নেইডার ফাউন্ডেশনের সিইও কার্বন ক্রেডিট কনসেপ্ট-এর মাধ্যমে অন্যান্য সংস্থাকেও এইরূপ পরিবেশমুখী উদ্যোগে সামিল হতে আহ্বান জানান। এসপি ম্যাডাম তাঁর বক্তব্যে উৎসাহিত করেন উপস্থিত সকলকে। বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে পরিবেশমুখী উদ্যোগে সমস্ত রকম সাহায্য করবার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলেন এসপি ম্যাডাম।

  • Thumb-1
  • বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন উপকূল থানার প্রত্যন্ত এলাকায় হেতালবাড়ি গ্রামে ম্যা