News Details

গতকাল 05.06.22 তারিখে বসিরহাট থেকে একটি নৌকা নদীপথে 23 হাজার ইট ও তিনজন ব্যক্তিকে নিয়ে মৈপীঠে যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ অঞ্চল এরিয়ায় কুলিপাড়া টেঁক নামক একটি জায়গায় গতকাল রাতে নদীতে রাত কাটিয়ে সকালে আবার মৈপীঠের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।আজ সকাল থেকে তিনজনের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না।তাই সন্দেহ হওয়ায় ওই লোকের পরিচিতরা কুলিপাড়া টেঁকের কাছে নদীতে গিয়ে দেখে নৌকাসহ তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকা মালিকের নাম :- ইয়াদ মণ্ডল। তিনজন ব্যক্তির নাম:- -হান্নান মণ্ডল। বয়স 42 বছর। -ইমাম মণ্ডল। বয়স 18 বছর।-আরিফুল্লা মোল্লা। বয়স 18 বছর। সবার ঠিকানা বসিরহাট। নৌকাসহ অপহরণের অভিযোগ আসে আজ সকালে কুলতলিতে। খবর আসতেই তল্লাশি শুরু করে কুলতলি থানার টিম। আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়খালি এলাকার জঙ্গলের মধ্যে থেকে অক্ষতভাবে উদ্ধার তিনজন। উদ্ধার নৌকাটিও। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

  • Thumb-1
  • নৌকাসহ অপহরণের অভিযোগ আসে আজ সকালে কুলতলিতে