News Details

সাইবার অপরাধ দমনের সাথে সাথে নিখোঁজ মোবাইল ফোন উদ্ধার করার কাজেও নিযুক্ত আছে বারুইপুরের সাইবার ক্রাইম থানা। আজ ইংরেজী ২৮শে এপ্রিল বারুইপুর সাইবার ক্রাইম থানার ওসি শ্রীমতী জয়শ্রী নস্কর পাত্র-এর উদ্যোগে হারিয়ে যাওয়া ৩৫টি ফোন উদ্ধার করে তার সঠিক মালিকের হাতে তুলে দিলেন জেলার পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিত বসু, আইপিএস এবং মাকসুদ হাসান সাহেব । নিজেদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে স্বভাবতই খুব খুশি সকলে ।

  • Thumb-1
  • হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে তার মালিকের হাতে ফেরৎ দিল বারুইপুর পুলিশ জেলা।