গতকাল গভীর রাত্রে বাসন্তী থানার পুলিশ আবারও অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। বাসন্তী থানার এএসআই বিপুল চ্যাটার্জি বাবু গতকাল রাত্রে যখন রাত্রিকালীন patrolling ডিউটি করছিলেন তখন শিমুলতলার কাছে টাকি পার্ক থেকে বাবর আলী শেখ @ হাসা পিতা হাছের আলী শেখ গ্রাম ধুরী নামে এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করে যার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি তল্লাশি করতেই ব্যাগের ভিতর থেকে একটি দেশজ বন্দুক ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। ওই অস্ত্রের সপক্ষে উক্ত ব্যক্তি কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। ধৃত ব্যক্তি জেরায় জানায় যে উক্ত বন্দুকটি অবৈধ এবং এও জানায় যে উক্ত বন্দুক ব্যাবহার করে রাস্তায় ছিনতাই করার জন্য ওখানে এসেছিল। উক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতে তোলা হবে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।