News Details

বারুইপুর থানার মল্লিকপুরের বাগানে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তি খুনের রহস্য উদ্ধার। ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত হল মৃত যুবক ধরা পড়ল এক আততায়ী। ব্যক্তিগত আক্রোশ-এর জেরেই খুন। গতকাল মল্লিকপুর পঞ্চায়েতের anglo swiss বাগানের পাশের জলায় পাওয়া এক অপরিচিত যুবকের লাশ নিয়ে তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। আই সি দেবকুমার রায়ের নেতৃত্বে এস আই সুকুমার রুইদাসসহ সদ্য চালু করা মল্লিকপুর পুলিশ ক্যাম্পের পুলিশ খোঁজ শুরু করে খুন হওয়া যুবকের পরিচয় জানবার। খুব শীঘ্রই জানা যায় মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ বয়স ১৮ বছর গত পরশু সন্ধ্যা থেকে বাড়ি ফেরেনি। বিশদে খোঁজখবর নিয়ে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে নূরউদ্দীন লস্কর নামক এক ব্যক্তিকে। জানা গেছে ব্যাক্তিগত আক্রোশ এর জন্য নূরউদ্দীন এবং আরেকজন মিলে ইমতিয়াজ-কে খুন করবার ফাঁদ পাতে। দুই বন্ধু মিলে বাগানে মদ খাবার আমন্ত্রণ জানায় বন্ধু ইমতিয়াজকে গত ২২ নভেম্বর সন্ধ্যাবেলা। সেখানেই খুন করা হয় তাঁকে। গ্রেফতারের পর আপাতত পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে ধৃত নূরউদ্দীনকে । প্রসঙ্গত সদ্য চালু হওয়া মল্লিকপুর ক্যাম্পের এই সাফল্যে এলাকার সাধারন মানুষজন খুশী।

  • Thumb-1
  • Baruipur District Police